ট্রেনের ছাদে ভ্রমণের সময় দুর্ঘটনায় মাহবুব ইসলাম আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের লোহার রডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই  তিনি মারা যান।

মাহবুব ইসলাম আদর মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী । তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।