নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার আগুন জ্বলে উঠেছে। 

সোনারগাঁ ফায়ার সার্ভিসের  স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার বলেছেন, কারখানায় তুলা থাকার কারণে আগুনের স্ফুলিঙ্গ কখনও কমবে আবার কখনও হঠাৎ করে বেড়ে যাবে। তুলা পরিপূর্ণভাবে পুড়ে গেলে আগুন নিভে যাবে। তবে এ আগুন সারা রাত এভাবে জ্বলতে পারে। তবুও আমরা নেভানোর চেষ্টা করে যাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে আগুন লাগে। পরে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

তখন সোনারগাঁ ফায়ার সার্ভিসের  স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। 

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, শান ফেব্রিকসে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।  

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।