নতুন তিনটি রুটে আরো ২২৫টি বাস চালানোর উদ্যোগ নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। আগামী তিন মাসের মধ্যে ঢাকা নগর পরিবহন নামের ওই বাস চালু করা হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে কমিটির সভাপতি ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস নামানো হবে।

২২ নম্বর রুটের বাস বছিলা থেকে মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত চলাচল করবে।

২৩ নম্বর রুট হচ্ছে বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত।

আর ২৬ নম্বর রুট হলো ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন তিনটি রুটে বাস নামানোর প্রস্তুতির অংশ হিসেবে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রীছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ চলছে। এসব কাজ শেষের পর চলাচলের তারিখ নির্ধারণ করা হবে। তবে তিন মাসের মধ্যেই এ কাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, বাস রুট রেশনালাইজেশনের আওতায় গত বছরের ২৬ মার্চ কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে 'ঢাকা নগর পরিবহন' নামে একটি বাস রুট চালু করা হয়। এ রুটে বর্তমানে ৫০টি বাস চলাচল করছে।

এ প্রসঙ্গে মেয়র তাপস সাংবাদিকদের জানান, আগামী ৩০ দিনের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এ ছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরবাসীকে নিরাপদে বাস সেবা দেওয়ার লক্ষ্যে কমিটি কাজ করছে। পর্যায়ক্রমে এই রুটের সংখ্যা ও বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে।

বৈঠকে পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ দুই সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।