রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সমকালকে জানান, রোববার বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার বেলা ১০টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, লঞ্চটির তিনতলায় ভিআইপি কেবিনে আগুন জ্বলছে।

ঢাকা-বরিশালের রুটের এই লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না বলে ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী সমকালকে জানান। তবে লঞ্চের মাস্টার, সুকানি বা অন্যান্য কর্মীরা নিরাপদে নেমে গেছেন কি না তা তিনি বলতে পারেননি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।