নারীর অগ্রগতি ও ক্ষমতায়নে সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে 'পিস ক্যাফে' অনুকরণীয় মডেল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে উইমেন পিস ক্যাফে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক জাতীয় সম্মেলনের বক্তারা।

সোমবার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে দুই পর্বে এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএন উইমেন।

সম্মেলনের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মনজুর হাসান।

তিনি নারীদের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় উইমেন পিস ক্যাফের নানা অর্জন ও অনন্য সাধারণ দিকগুলো সম্পর্কে অবহিত করেন। এরপর বাংলাদেশে উইমেন পিস ক্যাফে উদ্যোগের প্রাপ্ত শিখন ফলাফল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিজের রিসার্চ কো-অর্ডিনেটর মুহাম্মদ বদিউজ্জামান ও প্রজেক্ট ম্যানেজার জিয়া উদ্দিন। তারা জানান, সিপিজে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএন উইমেনের তত্ত্বাবধানে জাপান সরকারের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের কার্যক্রম চলছে। 'উইমেন পিস ক্যাফে' শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ও বাস্তবায়নে বিভিন্ন কমিউনিটি নারীদের নিয়ে কাজ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।

এতে গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 'জাপান জন্মলগ্ন থেকে বাংলাদেশের পাশে ছিল, এবং ভবিষ্যতেও থাকবে। এ ধরনের সামাজিক উদ্যোগের পাশে থাকতে পেরে জাপান আনন্দিত।' সভাপতির বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, 'পিস ক্যাফে মডেল শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে বৃহৎ পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ক্লাসের বাইরের এ ধরনের কার্যক্রম সমাজের সার্বিক উন্নয়ন করতে সক্ষম।' বিশেষ অতিথির বক্তব্যে ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিয়া নন্দা বলেন, 'আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চারটি উইমেন পিস ক্যাফে (ডব্লিউপিএস) প্রতিষ্ঠা করেছি এবং প্রায় ৯০০ জন শিক্ষার্থীকে সামাজিক উদ্যোক্তা, শান্তি-নির্মাণ এবং সামাজিক সংহতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'

সিপিজের একাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্ট ডিরেক্টর শাহরিয়ার সাদাতের উপস্থাপনায় প্রথম ধাপে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএন উইমেনের প্রোগ্রাম অ্যানালিস্ট তানিয়া শারমিন।

দ্বিতীয় ধাপে 'উইমেন পিস অ্যাম্বাসাডর উদ্যোগের অভিজ্ঞতা ও এর সঠিক চর্চা' বিষয়ক একটি পিস আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডায় অংশ নেন চার বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফের সদস্যরা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন অনুষদের ডিন এবং সিপিজের রিসার্চ ফেলো ডক্টর সামিয়া হক। পরে উইমেন পিস অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ড-২০২২ ও 'অফলাইন এবং অনলাইনে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রভাবক হিসেবে নারীর অবদান' শীর্ষক ভিডিও কনটেস্ট-২০২২ এ বিজয়ীদের নাম ঘোষণা ও ভিডিও প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বের আয়োজনের সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাওল্যান্ড।