- রাজধানী
- মিরপুরের যেসব এলাকা এড়িয়ে চলবেন আজ
মিরপুরের যেসব এলাকা এড়িয়ে চলবেন আজ

মঙ্গলবার বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক অনুষ্ঠান
রাজধানীর মিরপুর এলাকায় আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
গতকাল সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে। নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।
কনসার্টের আয়োজক সংস্থা বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেলে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মমতাজ ও মাইলস ব্যান্ড। তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন অস্কারজয়ী সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান। তিনি টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন। বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন তিনি।
বিকেল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা। কনসার্টে তিন ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকা।
মন্তব্য করুন