ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

জামালপুরে তিন দিনব্যাপী বইমেলা

জামালপুরে তিন দিনব্যাপী বইমেলা

আনোয়ার হোসেন মিন্টু

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ২৩:৪৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ও কালচারাল ক্লাসিসিস্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। ২৫ মার্চ শুক্রবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বইমেলার উদ্বোধন করেন সমকাল সুহৃদ সমাবেশ জামালপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুহৃদ জামালপুর জেলা কমিটির সভাপতি জাহিদুল আলম সোহেল। আলোচনায় অংশ নেন- সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ও কবি সায্‌যাদ আনসারী, সমকাল জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সুহৃদ সাধারণ সম্পাদক নূরে আলম খান সুজন ও জামালপুর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান। মেলায় ১৫টি স্টলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস-ঐতিহ্য, উপন্যাস, শিশু-কিশোরদের জন্য লেখা মুক্তিযুদ্ধবিষয়ক বই ছাড়াও খ্যাতিমান লেখকদের বই স্থান পেয়েছে। মেলা পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও ফুড জোন জামালপুর।

আরও পড়ুন

×