- রাজধানী
- বাসায় ফেরার কথা বলে নিখোঁজ এসকেএফ কর্মকর্তা
বাসায় ফেরার কথা বলে নিখোঁজ এসকেএফ কর্মকর্তা

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল সার্ভিস অফিসার তনয় কুমার রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন।
সোমবার রাতে তিনি রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে স্ত্রীকে ফোন করে বাসায় ফেরার কথা জানান। এর পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই মুর্শিদ উদ্দিন সমকালকে বলেন, নিখোঁজের বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হয়েছে। তিনি কোনো কারণে আত্মগোপন করেছেন নাকি অপহরণের শিকার হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অপহরণের কোনো আলামত মেলেনি। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিখোঁজ যুবকের স্ত্রী তন্বী বিশ্বাস দীপা সমকালকে জানান, দক্ষিণখানের আশকোনার দক্ষিণ গাওয়াইর এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকেন তনয়। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে দক্ষিণখান-কাঁচপুরা-মোল্লারটেক এলাকায় দায়িত্ব পালন করতে যান।
সর্বশেষ রাত পৌনে ৮টার দিকে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছাবেন। এরপর তিনি স্ত্রীকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার কথাও জানান। সেজন্য স্ত্রীকে প্রস্তুত হয়ে থাকতে বলেন। তবে নির্দিষ্ট সময়ে বাসায় না ফেরায় রাত সাড়ে ৮টায় তাকে ফোন করেন স্ত্রী। অপরপ্রান্তে কেউ ফোন রিসিভ করেননি। পরে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি।
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ফিল্ড ম্যানেজার রাজু মিয়া সমকালকে বলেন, কোথাও খোঁজ না পাওয়ায় মঙ্গলবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে জিডি করা হয়। পুলিশ এখনও তার অবস্থান সম্পর্কে জানতে পারেনি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন