- রাজধানী
- সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি
সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা আদিবাসী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পালিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।
তারা আরও বলেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে আমরা অন্যদের সমকক্ষ হতে পারিনি। সেজন্য সকল সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুর্নবহাল রাখার দাবি জানাই।
কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদিবাসী শিক্ষার্থী সুশান্ত কুমার সহীতা, বিজয় চাকমা, নকুল পাহান, পলাশ পাহান, চিভূতি ভূষণ মাহাতো প্রমুখ।
মন্তব্য করুন