- রাজধানী
- আটোরিকশার ১২৩টি ব্যাটারির মালিক কে?
আটোরিকশার ১২৩টি ব্যাটারির মালিক কে?

অটোরিকশার ১২৩টি ব্যাটারিসহ একটি পিকআপ ভ্যান ও চালককে বৃহস্পতিবার রাতে হেফাজতে নিয়েছে রাজধানীর উত্তরখান থানা-পুলিশ। তার নাম তরিকুল ইসলাম। পুলিশ জানায়, আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় ম্যাজিস্ট্রেট জোবের আলমের নেতৃত্বে ৯৩টি অটোরিকশা থেকে এসব ব্যাটারি জব্দ করা হয়। পরে বিআরটিএ কর্তৃপক্ষ হেফাজতে নেয় বলে সংশ্লিষ্টরা জানান।
পুলিশ জানায়, চালক তরিকুল বলেছেন, বিআরটিএ থেকে এসব ব্যাটারি কেনা হয়েছে।
এ ব্যাপারে উত্তরখান থানার ওসি মো. আবদুল মজিদ সমকালকে জানান, ব্যাটারির বৈধ কোনো কাগজ পাওয়া যায়নি।
উত্তরখান থানার এসআই মো. আনোয়ার হোসেন সমকালকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন