নিজ কার্যালয় থেকে ২টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ওয়ালেট খুঁইয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) স্টেশন ম্যানেজার মো. মাসুদ সরোয়ার। 

শনিবার সকালে ঈদের ট্রেনযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন শেষে নিজ কার্যালয়ে টেবিলের ওপর ওয়ালেট রেখেছিলেন মাসুদ সরোয়ার। একটু পর দেখেন, টেবিল থেকে ওয়ালেট গায়েব। 

তিনি বলেন, ‘সাংবাদিকদের সাক্ষাৎকার শেষে ফোন খোয়ানোর ব্যাপারটি বোঝা গেলেও চোর বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তাকে চিহ্নিত করা যায়নি।’

এ ঘটনায় তিনি রেলওয়ে থানায় জিডি করেছেন।