রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে থাকা ময়লার ঝুড়ি থেকে দাবিদার বিহীন ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ এসব স্বর্ণবার জব্দ করে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর টার্মিনাল ভবনে স্পাইসেস রেস্টুরেন্টের পাশে একটি শৌচাগারের ময়লার ঝুড়ি থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৫ কেজি। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার বিদেশ থেকে চোরাচালান চক্রের সদস্য কর্তৃক বহন করা ৪৬টি স্বর্ণবার পাচারের উদ্দেশে বিমানবন্দরের স্পাইসেস হোটেলের পাশে শৌচাগারে লুকিয়ে রাখা হয়। বিমানবন্দর সিভিল এভিয়েশনের নিরাপত্তা পাশধারী এক শ্রেণির কর্মীর মাধ্যমে স্বর্ণের বারগুলো স্টাফ গেট দিয়ে বের করার কথা ছিল। কিন্ত সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ওই শৌচাগার থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ব্যপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে স্বর্ণপাচার চক্রটির বিরুদ্ধে একটি বিভাগীয় মামলার তদন্ত অব্যাহত রয়েছে।