- রাজধানী
- প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ফাইল ছবি
করোনার কারণে দুই বছর পরে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহে। আবহাওয়া অনুকূলে থাকলে এখানে সকাল সাড়ে ৮টায়, প্রতিকূলে থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ চলছে জোরেশোরে।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঈদগাহ মাঠ প্রস্তুতে টেন্ডার পেয়েছে 'পিয়ারো সরদার অ্যান্ড সন্স'। প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক বলেন, প্যান্ডেল নির্মাণের কাজ ৯০ শতাংশ শেষ। বাকিটুকুও আগামীকাল শনিবারের মধ্যে শেষ হবে। আইনশৃঙ্খলা বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, মাঠ প্রস্তুতের কাজ শুরুর পর থেকেই টহল দিচ্ছে পুলিশ। ঈদ জামাত শেষ না হওয়া পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে দু'বছর করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন