- রাজধানী
- প্রয়াত রুবেলের পরিবারের পাশে থাকবে ডিএনসিসি: আতিকুল ইসলাম
প্রয়াত রুবেলের পরিবারের পাশে থাকবে ডিএনসিসি: আতিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয় দলের প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর বারিধারার বাসায় গিয়ে রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি। এ সময় বনানী কবরস্থানে রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মেয়র।
সাক্ষাৎকালে রুশদানের সঙ্গে গল্প করেন এবং তাকে কিছু উপহারসামগ্রী দেন মেয়র। এ সময় তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পরেই বোর্ড সভায় রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মন্তব্য করুন