ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ শফিকুল ইসলাম নামে বাহরাইন ফেরত যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস হাউজ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারওয়েজের ফ্লাইটে আসা যাত্রী শফিকুল ইসলামের লাগেজ স্ক্যান করার সময় রিচার্জেবল ইলেকট্রনিক ফ্যানের ব্যাটারির ভেতরে লুকায়িত অবস্থায় ২০টি স্বর্ণবার পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ  কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এসব স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

শফিকুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।