- রাজধানী
- কারওয়ান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কারওয়ান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এ ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান সমকালকে বলেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেটমুখী সড়কে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। পরে ফার্মগেট থেকে ট্রাকটি জব্দ করা হয়। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কারওয়ান বাজারে ব্যাংক এশিয়ার সামনে হাফিজুরের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে তিনি ও তার পেছনে বসে থাকা যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। তখন ট্রাকটি হাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পা ভেঙে যায় যাত্রী ফজলে রাব্বীর।
আহত যাত্রী সাংবাদিকদের জানান, মিরপুরে থাকেন তিনি। এলিফ্যান্ট রোড থেকে ৩০০ টাকা ভাড়ায় ওই মোটরসাইকেলে উঠেছিলেন। মিরপুরের বাসায় ফেরার পথে কারওয়ান বাজার এলাকায় সাদা রঙের একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এদিকে দুর্ঘটনার পর হাফিজুরের মৃতদেহ দীর্ঘক্ষণ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ কারণে ওই সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
তবে তেজগাঁও থানা পুলিশ বলছে, ঘটনাস্থলের কাছেই পুলিশ ছিল। দ্রুততার সঙ্গে মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, হাফিজুরের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। তার বাবার নাম ইলিয়াছ শেখ। গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে। মৃতের মোবাইল ফোন ঘেঁটে তার পরিবারের সদস্যদের নম্বর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা এলে আরও তথ্য পাওয়া যাবে।
মন্তব্য করুন