এয়ারলাইন্স টিকিট জালিয়াতি চক্রের এক প্রতারককে বিভিন্ন আলামতসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম।

বুধবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ।

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করা হয়েছে।

ডিএমপি গোয়েন্দা গুলশান বিভিাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদারের নির্দেশনায় গুলশান টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার খলিলুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।