- রাজধানী
- রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতীকী ছবি
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এদিকে বৃহস্পতিবার রাতে শনির আখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পেশায় সবজি ব্যবসায়ী মোরশেদ আলম স্ত্রী ও মেয়েকে নিয়ে চকবাজারের আলীঘাট এলাকায় থাকতেন। শুক্রবার ভোর ৬টার দিকে তিনি আলীঘাট মোড়ের একটি দোকানে চা পান শেষে রাস্তা পার হচ্ছিলেন। তখন ওই রাস্তা দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। হঠাৎ সেটি উল্টে যায় আর তার নিচে চাপা পড়েন মোরশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চকবাজার থানার এসআই রাজিব কুমার সরকার জানান, অটোরিকশার চালক শাহ আলমকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে রিকশাটি।
শাহ আলম পুলিশকে জানান, মোরশেদ রাস্তা পার হওয়ার সময় তিনি একজন ট্রাফিক সার্জেন্টকে মোটরসাইকেল চালিয়ে আসতে দেখেন। তার সন্দেহ হয় যে, অটোরিকশা জব্দ করার উদ্দেশেই তিনি আসছেন। এ কারণে তাড়াহুড়ো করে চালানোর সময় রিকশাটি উল্টে যায়। আবার শাহ আলম সাংবাদিকদের বলেন, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে তার রিকশাটি উল্টে যায়।
নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। বাবার নাম মোহন মিয়া।
এদিকে শনির আখড়া পেট্রোল পাম্পের পাশে বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারের ধাক্কায় মারা যান আনোয়ারুল আলম অভি। তিনি একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহতের বন্ধু রাশিদুর রহমান জানান, শনির আখড়া এলাকার পলাশপুরে পরিবারের সঙ্গে থাকতেন অভি। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। বাবার নাম আবুল কালাম আজাদ। ঘটনার রাতে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। তিনি বাসা থেকে বের হয়ে শনির আখড়া পেট্রোল পাম্প এলাকায় গেলে প্রাইভেটকারটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।
মন্তব্য করুন