- রাজধানী
- ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের আলোচনা শনিবার
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের আলোচনা শনিবার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
ডিজিটাল নজরদারি ও হামলা-মামলার মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবিলা করছে সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য 'ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা' নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, সম্পাদক পরিষদের সহসভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সংগঠনের কোষাধ্যক্ষ ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বিএফইউজে অপরাংশের সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, আরেকাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।
মন্তব্য করুন