- রাজধানী
- ‘মহাবিপর্যয়ের’ মধ্যে মাস্ক ছাড়াই শবযাত্রায় কিম
‘মহাবিপর্যয়ের’ মধ্যে মাস্ক ছাড়াই শবযাত্রায় কিম

উত্তর কোরিয়ায় প্রকট আকার ধারণ করেছে করোনা। দেশটির পাঁচ লাখের বেশি মানুষ ‘জ্বরে’ ভুগছেন। মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিকে সম্প্রতি ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। করোনা সংক্রমণের এমন পরিস্থিতির মধ্যেই তিনি দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার শবযাত্রায় অংশ নিয়েছেন। এ সময় তাকে কফিন বহন করতে দেখা গেছে। তবে তার মুখে কোনো মাস্ক ছিল না।
অফিসিয়াল কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল রোববার কোরিয়ান পিপলস আর্মি মার্শাল হায়ন চোল-হাইয়ের শবযাত্রায় অংশ নেন কিম জং-উন। ২০১১ সালে কিমের বাবার মৃত্যুর আগে কিমকে দেশটির পরবর্তী নেতা হিসেবে গড়ে তুলতে পরিচর্যার ক্ষেত্রে হায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, কফিন বহনের সময় অন্যরা মাস্ক পরা থাকলেও মাস্ক পরা ছিলেন না কিম। জাতীয় সমাধিক্ষেত্রে হায়নের সমাধিতে মাটি নিক্ষেপ করার ছবিতেও কিমকে মাস্ক ছাড়াই দেখা গেছে।
উত্তর কোরিয়ার কোনো নাগরিক করোনায় আক্রান্ত হননি বলে দুই বছর ধরে দাবি করে আসছিল সরকার। বিশ্বে করোনা মহামারি শুরুর পর থেকেই কঠোর বিধিনিষেধ জারি করেছিল দেশটি।
মন্তব্য করুন