- রাজধানী
- জনসচেতনতায় নিপুণ
জনসচেতনতায় নিপুণ

প্রথমবারের মতো জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অংশ নিলেন অভিনেত্রী নিপুণ। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার বার্তা নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করছেন বিপ্লব।
সম্প্রতি মিরপুর দুই নম্বর সেক্টরের ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ করা হয়েছে। এ নিয়ে নিপুণ বলেন, জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা এই প্রথম। সরকার পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে জোর দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সুযোগ তৈরি হয়েছে কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার। সেই বার্তা এই বিজ্ঞাপনের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন এই বিজ্ঞাপনে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ূয়া তরুণীর চরিত্রে অভিনয় করেছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে। সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করা। আশা করছি, বিজ্ঞাপনটি অনেকের মাঝে আশার আলো ছড়িয়ে দেবে।
নির্মাতা বিপ্লব জানান, শুটিং শেষে এখন বিজ্ঞাপনের সম্পাদনার কাজ চলছে। সম্পাদনা শেষে শিগগির বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচার হবে।
মন্তব্য করুন