- রাজধানী
- কেরানীগঞ্জে প্রিজনভ্যানে বাসের ধাক্কা, পুলিশসহ আহত ৯
কেরানীগঞ্জে প্রিজনভ্যানে বাসের ধাক্কা, পুলিশসহ আহত ৯

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আসামি বহনকারী প্রিজন ভ্যানে বাসের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ ৯ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহত বাকি সাতজন কয়েদি।
সোমবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় আসামি বহনকারী প্রিজনভ্যানে সিরাজদিখান পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান এ তথ্য নিশ্চিত করেন।
এ দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত ৭ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আহতদের কারো নাম যায়নি।
জানা যায়, সন্ধ্যার দিকে প্রিজনভ্যানটি ঢাকা মহানগর হাকিম আদালত (জজকোর্ট) থেকে আসামিদের নিয়ে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে বাম দিকে বাক নেয়। এসময় সিরাজদিখান পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রিজনভ্যানটিকে পিছন থেকে সজোরে আঘাত করে। এতে মুহুর্তের মধ্যে প্রিজনভ্যানটি উল্টে যায়। তবে বাসটি নিয়ে চালক পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিজনভ্যানে থাকা গুরুতর আহত আসামি ও পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজধানীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষিনকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত প্রিজনভ্যানটি জেল কর্তৃপক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক বাসটি আটক করার জন্য চেষ্টা চলছে।
মন্তব্য করুন