- রাজধানী
- আ’লীগ নেতা টিপু হত্যা: অস্ত্র সরবরাহকারী ইশতিয়াক রিমান্ডে
আ’লীগ নেতা টিপু হত্যা: অস্ত্র সরবরাহকারী ইশতিয়াক রিমান্ডে

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যায় অস্ত্র সরবরাহকারী ইশতিয়াক আহমেদ ওরফে জিতুকে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে বুধবার রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে টিপু হত্যা মামলায় তিনদিনের রিমান্ড শেষে ওমর ফারুক, নাসির উদ্দিন ও কাইল্যা পলাশকে বৃহস্পতিবার সিএমএম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, গ্রেপ্তার ইশতিয়াক আহমেদকে টিপু হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হল।
তদন্ত সূত্র জানায়, টিপু হত্যায় প্রধান অভিযুক্ত সুমন শিকদার ওরফে মুসাকে অস্ত্র সরবরাহ করেছিল ইশতিয়াক। ওই হত্যাকাণ্ডের দেড় মাস আগে মুসা শীর্ষ সন্ত্রাসী জিসানের কাছে আগ্নেয়াস্ত্র চেয়েছিল। পরে মুসাকে অস্ত্র দেয় ইশতিয়াক। তবে সেই অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ইশতিয়াক এর আগে মগবাজারের আবাসিক হোটেলে ডিবি পরিদর্শক খুনের ঘটনায় দুই বছর কারাগারে ছিলেন।
গত ২৪ মার্চ রাতে রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় শাহজাহানপুর থানায় হওয়া মামলার তদন্ত শুরু করে ডিবি মতিঝিল বিভাগ। এরপর ২৭ মার্চ প্রথমে তারা শুটার মাসুমকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন