একটানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানি এলে ঢাকা শহরও ডুবতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তবে এমন পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এখনো সব কাজ করে ফেলতে পেরেছি, তা নয়। তবে কিছু খাল উদ্ধার ও দখলমুক্ত করা হয়েছে। এ কাজ চলমান থাকবে।

রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীতে জলাবদ্ধতার আশঙ্কা করে তাজুল ইসলাম বলেন, দুই সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোর বেশিরভাগ নিম্নাঞ্চল। সেখানে অবকাঠামোগত সমস্যা আছে, যা নিরসনের জন্য চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব কাজ চলমান রয়েছে, কাজটি শেষ হলে সেখানকার অনেক উন্নতি হবে।

তিনি বলেন, ঢাকা ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে খাল হস্তান্তরের সুফল পাওয়া শুরু হয়েছে। যদিও এসব খালের অনেক অংশ অনেকে দখল করে নিয়েছে, যা দখলমুক্ত করা অনেক কঠিন।

তিনি আরও বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশনের কাছে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাড়ে ৬ একর জমি দখলমুক্ত করেছে। আর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২৫ একর দখলমুক্ত করেছে। কাজগুলো চলমান আছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার বিষয়ে তাজুল ইসলাম বলেন, বন্যা কী পর্যায়ে যাবে সেটার পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান আমাদের দেয়নি। যারা পূর্বাভাস দেয় তারা বলেছে, একটা আগাম সতর্কতা আছে। তবে সেটা কোন পর্যায়ে যাবে সেটি বলা হয়নি।

সিলেট অঞ্চলের বন্যা মোকাবিলায় সড়ক কেটে ফেলার বিষয়ে মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি যাতে সরে যেতে পারে এজন্য কিছু রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে পানি সহজে নেমে যাচ্ছে। বাংলাদেশের অন্য কোথাও প্রয়োজন হলে আরো রাস্তা কেটে ফেলা হবে।
সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসি মেয়র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।