- রাজধানী
- বানভাসিদের পাশে ছাত্রলীগ
বানভাসিদের পাশে ছাত্রলীগ

ছবি: সমকাল
বন্যাকবলিত নেত্রকোনার পানিবন্দিদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। বানভাসী ৭০০ মানুষের মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কুট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার জেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে নেত্রকোনা জেলার মদন উপজেলার দিকে রওনা হয়। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ সহায়তা পৌঁছে দেওয়া হয় দুর্গত মানুষের হাতে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশে নেত্রকোনা মদন উপজেলার বানভাসি ৭০০ মানুষের মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কুট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ বানভাসিদের হাতে তুলে দুর্যোগে পাশে থাকার চেষ্টা করা হয়েছে। প্রয়োজনে আবারও বানভাসির সহায়তায় জেলা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়াবে।
এই দুর্যোগে সকল মানুষকে বানভাসিদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
মন্তব্য করুন