- রাজধানী
- পাংশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ, ঢামেকে স্থানান্তর
পাংশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ, ঢামেকে স্থানান্তর

রাজবাড়ীর পাংশা উপজেলার পারনারায়ণপুর কুন্ডুপাড়ায় রব্বানী সরদারের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রব্বানী সরদারের শিশুপুত্র সৌরভ সরদার, ভাই আজাদ সরদার, ভাইয়ের শ্বশুর আজগর আলী এবং গ্যাস সিলিন্ডার মেরামতকারী রিংকু। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবিতা রানী জানান, অগ্নি দগ্ধদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির গ্যাস সিলিন্ডারটির পাইপ ছিদ্র হয়ে গিয়েছিল। যে কারণে গ্যাস পুরো কক্ষে ছড়িয়ে যায়। সিলিন্ডারটি মেরামত করার জন্য মিস্ত্রি রিংকুকে আনা হয়। মেরামত করার পর চুলা জ্বালাতেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
মন্তব্য করুন