- রাজধানী
- বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুথি সংঘর্ষে সোহাগ মোল্লা (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ব্রীজে ঢাকা-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালক সোহাগ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সদরপুরে উপজেলার হরিদাসপুর ব্রিজে ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাক চালক সোহাগ মারাত্মক আহত হন । সাথে সাথে তাকে গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন