- রাজধানী
- বন্যার্ত অসহায় মানুষের পাশে নটরডেমিয়ানরা
বন্যার্ত অসহায় মানুষের পাশে নটরডেমিয়ানরা

ফাইল ছবি
ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো অসহায় মানুষদের চাল, ডাল, চিড়া, তেল, গুঁড়া দুধসহ নানা ধরনের সহায়তা দেবে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্যার্তদের মধ্যে চাল, ডাল, চিড়া, লবন, গুড়, সয়াবিন তেল, গুঁড়া দুধ, ওরাল স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সেভলন সাবান বিতরণ করা হবে।
এতে আরও বলা হয়, আগামী ২ জুলাই বন্যায় অন্যতম ক্ষতিগ্রস্ত গোইয়াইনঘাটের ফতেপুর বাগবাড়ি এলাকায় এবং ৩ জুলাই রুস্তমপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে থাকবে— ৫ কেজি চাল, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ডানো গুঁড়া দুধ (৩১২ গ্রাম বক্স), ২০টি ওরাল স্যালাইন, ৫০টি পানি পরিষ্কারক ট্যাবলেট ও ১টি সেভলন সাবান।
মন্তব্য করুন