- রাজধানী
- কবরের ছবি শেয়ারের পর নিজেই লাশ সিফাত
কবরের ছবি শেয়ারের পর নিজেই লাশ সিফাত

মোহাইমিনুল ইসলাম সিফাত
এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)। ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। তবে তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেল। এর আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাঁর। মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়েছিলেন তিনি। ফেরার পথে রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় শিক্ষা ভবনের সামনে লরির চাপায় পিষ্ট হয় তাঁর স্বপ্ন। মাত্র এক সপ্তাহ আগে তিনি ফেসবুকে কবরস্থানের একটি ছবি শেয়ার করেছিলেন। দুর্ঘটনায় তাঁর দুই বন্ধু মেহেদী হাসান ও শাকিবও আহত হয়েছেন।
শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান জানান, ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করেন সিফাত। তিনি ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় থাকতেন। মঙ্গলবার রাতে তাঁরা কয়েক বন্ধু একাধিক মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকায় বেড়াতে যান। সেখানে খাওয়া-দাওয়া সেরে তাঁরা বাসায় ফিরছিলেন। পথে শিক্ষা ভবনের সামনে রাত সোয়া ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে সিফাত নিহত এবং তাঁর মোটরসাইকেলে থাকা অন্য দু'জন আহত হন। দুর্ঘটনার পরপরই লরিটি জব্দ এবং চালক মাসুম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিফাতের বন্ধু ফুয়াদ বলেন, সিফাতের মোটরসাইকেলটি প্রথমে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। তখনই একটি লরি সিফাতকে চাপা দিয়ে চলে যায়। এতে তাঁর একটি পা থেঁতলে যায়। পথচারীরা তাঁদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁরা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন সিফাত আর বেঁচে নেই। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। বাবার নাম হাফেজ খন্দকার।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, লরির চালককে আটক করা হলেও এ ক্ষেত্রে তাঁকে দোষ দেওয়ার সুযোগ নেই। মৃতের পরিবারের সদস্যরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছেন। পুলিশ তাঁদের কাছে লাশ হস্তান্তর করেছে।
সিফাতের ফেসবুক টাইমলাইনে দেখা যায়, এক সপ্তাহ আগে তিনি একটি কবরস্থানের ছবি শেয়ার করেছেন। তাঁর বন্ধুরা বলছেন- কে জানত, এত দ্রুত সেই সিফাতকেই কবরে শোয়াতে হবে!
সাম্প্রতিককালে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। মঙ্গলবার রাতেই রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. সোহাগ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।
মন্তব্য করুন