- রাজধানী
- নিরপেক্ষ তদন্ত চায় মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক
খুবির শিক্ষককে যৌন নিপীড়ন
নিরপেক্ষ তদন্ত চায় মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে যৌন হয়রানি ও নিপীড়নের তদন্ত দাবি করেছে মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ কমিটি যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক শিক্ষকদের এই প্ল্যাটফর্ম। এ দাবিতে বৃহস্পতিবার সংগঠনের ৫১ শিক্ষকের স্বাক্ষর করা বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী-এক শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের অভিযোগ অবশ্যই তদন্ত করা যায়। এ ক্ষেত্রে ঘটনাস্থল কোনো বাধা নয়। তা ছাড়া এই অভিযোগ মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত হওয়ায় এটি আরও বেশি আমলযোগ্য। নিরোধ কমিটির উচিত, টালবাহানা না করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা। তাঁরা দু'জনই খুবির শিক্ষক, তাঁদের কারও অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীর বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, অভিযোগটি মিথ্যা প্রমাণ হলে ওই শিক্ষককে সম্মানের সঙ্গে খালাস দিতে হবে।
মন্তব্য করুন