- রাজধানী
- ফরিদপুর এএনডিইউ ফোরামের নতুন কমিটি
ফরিদপুর এএনডিইউ ফোরামের নতুন কমিটি

ফরিদপুর এএনডিইউ (AND U) ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি দৈনিক সমকালের প্রকাশক এবং চ্যানেল২৪ এর পরিচালক আবুল কালাম আজাদ। সাধারণ সভা শেষে আবুল কালাম আজাদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক ইয়া আজমকে। সহ-সভাপতি হিসেবে আছেন নির্মল কুমার বিশ্বাস, সায়েম খান, গোলাম মোস্তফা ও ডা. জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হায়দার আলী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম- সাধারণ সম্পাদক এটিএম ফয়েজ আহমেদ ফারুকী ও মোহাম্মদ শহীদুল ইসলাম (শাহিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম কাবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আলিমুজ্জামান (সহযোগী অধ্যাপক), মোহা. এনামুল হক আনিস ও প্রভাত সিং, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবু দাউদ জুয়েল ও ডা. দাউদ আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (অ্যাড.), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল হক ও মো. আব্দুল হান্নান মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এখলাস উদ্দিন চুন্নু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (ভিপি), আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাড. সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান লিটন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খুরশিদ জামান বিজু, ডা. শহিদুল ইসলাম, মো. আহসান হাবিব, শামসুল আলম (বাবলু), মিজানুর রহমান, আলাউদ্দিন আকন্দ ও মজিবর রহমান মাস্টার।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, আবুল কালাম আজাদ, মো. আব্দুর রউফ (সাবেক অতিরিক্ত সচিব), ডা. এস এম খবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম তালুকদার টুকু, এবাদত হোসেন ভুঁইয়া-এফসিএ, ডিক্রির চর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান, নর্থ চ্যানেলর ইউপি চেয়ারম্যান, মাধবদিয়া ইউপি চেয়ারম্যান, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান, বেসরকারি সংস্থা এফডিএ এর প্রধান নির্বাহী ,বেসরকারি সংস্থা একেকের প্রধান নির্বাহী), বেসরকারি সংস্থা বিএফএফ এর প্রধান নির্বাহী, বেসরকারি সংস্থা পোর ওয়েলফেয়ার এর প্রধান নির্বাহী ।
ফরিদপুর পদ্মা নদী ভাঙ্গন এলাকার কয়েকটি ইউনিয়নের জণসাধারন মিলে তৈরি করে ফরিদপুর এএনডিইউ ফোরাম। এই ফোরাম নদী ভাঙ্গনসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে। এলাকার মানুষের সার্বিক জীবন-যাত্রা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে।
মন্তব্য করুন