ড্রোনের মাধ্যমে দশদিনব্যাপী বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জোবায়দুর রহমান উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে ডিএনসিসির পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে ড্রোনের মাধ্যমে মশার উৎসস্থল, বাসবাড়ির ছাদ, ব্যালকনি পর্যবেক্ষণ করা হয়।

ডিএনসিসি জানায়, ১ থেকে ৫ নম্বর অঞ্চলে প্রথম দিন অভিযান পরিচালনা করা হয়। ১ নম্বর অঞ্চলে (উত্তরা) ৩২২টি ভবন সার্ভে করা হয়। এর মধ্যে একটি বাড়ির ছাদে এডিস মশার লার্ভা পাওয়া যায়। অন্য কোনো অঞ্চলের কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। তবে পাঁচটি অঞ্চলের সহস্রাধিক ভবনের ছাদ-ব্যালকনি ও ছাদবাগান সার্ভে করা হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, ২ থেকে ১১ জুলাই ডিএনসিসি এলাকার প্রতিটি বাসাবাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে চিরুনি অভিযান চলবে।

মেয়র বলেন, ড্রোন থেকে প্রাপ্ত ছবি ও তথ্য-উপাত্ত নিয়ে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। যা আগামী বছর মশকনিধন কার্যক্রমে কাজে লাগবে।