- রাজধানী
- শাহজালালে পার্ক করা বিমানকে আরেক বিমানের ধাক্কা, ডানা ক্ষতিগ্রস্ত
শাহজালালে পার্ক করা বিমানকে আরেক বিমানের ধাক্কা, ডানা ক্ষতিগ্রস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করা একটি বিমানকে আরেকটি বিমান ধাক্কা দিয়েছে। এতে বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ বিমান দুটির ডানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি জানান, এ ঘটনায় চিফ অব ফ্লাইট সেইফটি এনামুল হক তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির পরিমাণ জানা যাবে। আপাতত বিমান দুটি গ্রাউন্ডেড করা হয়েছে।
বিমান দুটি গ্রাউন্ডেড হলেও দেশি-বিদেশি এয়ার রুটে এর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি বিমান যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। অন্যটি পার্ক করা ছিল। সেখানে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
মন্তব্য করুন