- রাজধানী
- ধর্মপাশায় বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের
ধর্মপাশায় বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কাইঞ্জার হাওরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া ও বিকচান মিয়ার ছেলে নিয়াশা।
জানা যায়,ভোরে কাইঞ্জার হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান জেলে মানিক মিয়াও নিয়াশা । আকস্মিক সেখানে বজ্রপাত হলে দুজনেরই মৃত্যু হয়। স্থানীয়রা জেলেরা সকাল ছয়টার দিকে দুই জেলেকে তাদের ব্যবহৃত নৌকার ওপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
মন্তব্য করুন