- রাজধানী
- ময়লার গাড়িচাপায় আহত সেই বাইকচালকের মৃত্যু
ময়লার গাড়িচাপায় আহত সেই বাইকচালকের মৃত্যু

ফাইল ছবি
ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় আবারও প্রাণহানি ঘটেছে। এবার রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনে মারা গেছেন সাব্বির আহমেদ রকি (২৪) নামের এক যুবক। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার এসআই ভাস্কর রায় সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ স্টাফ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান ময়লাবাহী গাড়ির চালক। তবে লোকজন তাকে ধাওয়া করে স্থানীয় কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে আটক করে। চালক আবদুস সালামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন