লয়েডস রেজিস্টার, বাংলাদেশ-এর সাবেক প্রধান জাকারিয়া খান মজলিশ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...)। বুধবার রাজধানী ঢাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

মানিকগঞ্জের খ্যাতিমান ব্যক্তিত্ব মরহুম ইউসুফ খান মজলিশ এবং আসমা খান মজলিশের দ্বিতীয় পুত্র এবং খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব দাউদ খান মজলিশের ছোট ভাই জাকারিয়া খান মজলিশ। তিনি একজন সজ্জন এবং পরোপকারী ব্যক্তি ছিলেন।

তিনি স্ত্রী মাসুমা খান মজলিশ ও পুত্র দেমির খান মজলিশসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জাকারিয়া খান মজলিশ যুক্তরাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নেভাল ইঞ্জিনিয়ার হিসেবে বাণিজ্যিক জাহাজে কর্মজীবন শুরু করেন। পরে তিনি লয়েডস রেজিস্টার,বাংলাদেশ-এ যোগদান করেন। 

জাকারিয়া খান মজলিশের পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফেরাত কামনা ও দোয়া চাওয়া হয়।

বিষয় : লয়েডস রেজিস্টার জাকারিয়া খান মজলিশ

মন্তব্য করুন