চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে তাঁদের।

তাঁরা হলেন- আজিজুল হাসান ওরফে এমরান (৫১), বিউটি আক্তার (৩৫) ও কবির উদ্দিন পিয়াস (৩০)। তাঁদের কাছ থেকে ভুয়া চাকরির নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও ১৯ লাখ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, প্রতারক চক্র গত ১৫ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তাতে বলা হয়- যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাপের অর্থায়নে 'ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প' নামের গোয়েন্দা সংস্থায় ছয় হাজার ৪৭২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। একই দিন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট (বি.পি.কে.টি) নামের প্রতিষ্ঠানে এক হাজার ৯৪৪টি পদের বিপরীতে তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে এটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন চাকরির পত্রিকায় প্রকাশিত হয়। তাতে ট্রাস্টটির একটি ভুয়া নিবন্ধন নম্বরও ব্যবহার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য ১৫০ থেকে ৫০০ টাকা পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকের মিরপুর বেগম রোকেয়া সরণি শাখার একটি হিসাব নম্বরে টাকা জমা করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তিতে অফিসের ঠিকানা দেওয়া হয় বাড়ি নম্বর-১৪, রোড-৬, সেনপাড়া, মিরপুর-১০। ডিবির তদন্তে উঠে আসে, ওই ঠিকানায় দুটি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই।