- রাজধানী
- মোহাম্মদপুরে মিলল বিক্রয় নিষিদ্ধ ৬৮ ওয়াকিটকি
মোহাম্মদপুরে মিলল বিক্রয় নিষিদ্ধ ৬৮ ওয়াকিটকি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে কালো রঙের ৬৮টি ওয়াকিটকি জব্দ করেছে র্যাব। এই রঙের বেতারযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধভাবে এসব ওয়াকিটকি আমদানি ও খোলা বাজারে বিক্রির অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার র্যাব ৩-এর একটি দল এ অভিযান চালায়।
রাকিবুলের বাসা থেকে ৬৮টি ওয়াকিটকি ছাড়াও ১৫টি ব্যাটারি, ৫২টি চার্জার, ৫৩টি হেডফোন ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়। র?্যাব ৩-এর মিডিয়া কর্মকর্তা বীণা রানী দাস বলেন, গ্রেপ্তার রাকিবুল অবৈধভাবে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট মজুত রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহার-সংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা-সংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। দীর্ঘদিন তিনি অসাধু ব্যবসায়ী ও অপরাধীদের কাছে কালো রঙের ওয়াকিটকি ও যন্ত্রাংশ বিক্রি করে আসছিলেন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, কারও হাতে কালো ওয়াকিটকি থাকলে সাধারণ মানুষ তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে মনে করেন। এ সুযোগে অপরাধীরা ভুয়া ডিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই সদস্য পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ অপরাধ করছে। এতে সংস্থাগুলোর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এ ছাড়া ওয়াকিটকির মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে অপরাধ করলে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ কারণে এটি নিরাপত্তার জন্যও হুমকি।
র্যাব ৩-এর কর্মকর্তারা জানান, উদ্ধার করা ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫ থেকে ২৪৬ মেগাহার্টজ।
মন্তব্য করুন