- রাজধানী
- গণপূর্তের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে মিলল শিশুর মরদেহ
গণপূর্তের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে মিলল শিশুর মরদেহ

রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লা থেকে নিখোঁজের পরদিন গণপূর্তের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে গণপূর্তের নির্মাণাধীন ওই ভবনের পানির ট্যাংকে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মারা যাওয়া শিশুর নাম সাহাদত হোসেন নয়ন (৬)। শিশুটি তার বাবা নূর ইসলাম এবং মা মনি বেগমের সঙ্গে বিজলি মহল্লা এলাকায় থাকত। তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনের গাজিপুরার ৯ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে বলেন, মঙ্গলবার শিশুটির পরিবার তার নিখোঁজের তথ্য জানাতে থানায় আসে। তখন তাদের আরও ভালোভাবে খোঁজার পরামর্শ দিয়ে পুলিশও তাকে খুঁজতে শুরু করে। তবে তার কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে বিজলি মহল্লায় গণপূর্তের নির্মাণাধীন সাত নম্বর ভবনের মুখ খোলা একটি পানির ট্যাংকে তার মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে ট্যাংকের পানিতে পড়ে যায় নয়ন। সে সাঁতারও জানত না। এ কারণে আর উঠে আসতে পারেনি।
তিনি আরও জানান, নয়নের মৃত্যু কোনো নিছক দুর্ঘটনা নাকি তাকে কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মোহাম্মদপুর থানার এসআই শাকিল জোয়ার্দার জানান, নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকটি অরক্ষিত অবস্থায় ছিল। এটির চারদিকে দেয়াল থাকলেও কোনো গেট ছিল না। শিশুটি হয়তো কোনোভাবে ওখানে পড়ে যায়।
এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন