- রাজধানী
- শাহজালালের যাত্রীকে তল্লাশি করে ৬৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
শাহজালালের যাত্রীকে তল্লাশি করে ৬৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

জব্দ করা স্বর্ণ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৯০৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ৬৫ লাখ টাকা।
গতকাল শনিবার ঢাকা কাস্টমস হাউজ সদস্যরা তল্লাশি করে এ স্বর্ণ জব্দ করেন। ওই যাত্রীর নাম নিজাম উদদীন। দুবাই থেকে ছেড়ে আসা একটি এয়ারলাইন্সে ফ্লাইটে বিকেল পাঁচটায় তিনি অবতরণ করেন।
কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, জব্দ স্বর্ণের মধ্যে সাতটি সোনার বার ও অলংকার রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ বিষয়ে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন