জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। দেশে অনেক সংবাদপত্র ও টেলিভিশন হয়েছে। নতুন করে দেখা যাচ্ছে অনলাইন মিডিয়া। এটি একটি নতুন চ্যালেঞ্জ। তবে সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সত্যিকারের সাংবাদিকতা করতে গেলে অনেক খরচ হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ভুয়া সংবাদ খুব সহজেই করা যায় এবং এটি করলে বেশি পয়সা পাওয়া যায়।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তার জীবনের কিছু সময় সাংবাদিকতায় কেটেছিল। সে জন্য সাংবাদিকদের সঙ্গে তাঁর এত সখ্য ও সংযোগ। সাংবাদিকরা কখনও নীরব থাকেন না, এটি একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতা করতে গেলে প্রকাশ্যে বলতে হয়। কালের পরিক্রমায় এ পেশা ভালো জায়গায় এসেছে। তিনি বলেন, সাংবাদিকতা পেশায় আগ্রহ বাড়ছে। কারণ, এটা সম্মানজনক পেশা। সাংবাদিকতার ওপর ভিত্তি করে গণতন্ত্র এগিয়ে যায়, আবার মুখ থুবড়েও পড়ে। জনগণের চিন্তা-ভাবনা ও সরকারের মধ্যে যোগসূত্র তৈরি করে সাংবাদিকতা।

এ সময় মেহেরপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, মেহেরপুরে একটি স্থলবন্দর ও চেকপোস্ট হবে। বর্তমান সরকারের হাত ধরে মুজিবনগরে অনেক উন্নয়ন হয়েছে। গ্রামীণ সড়ক অবকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রাহুল রাহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মধুসূদন মণ্ডল, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।