- রাজধানী
- ঢাকায় নদীর তীর থেকে ২ যুবকের গলিত লাশ উদ্ধার
ঢাকায় নদীর তীর থেকে ২ যুবকের গলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
ঢাকায় পৃথক ঘটনায় নদীর তীর থেকে দুই যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বিকেলে হাজারীবাগ ও ঢাকা উদ্যান এলাকায় তাদের লাশ পাওয়া যায়। এখনও তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় দু'টি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি খান মোহাম্মদ এরফান সমকালকে বলেন, হাজারীবাগের সিকদার মেডিকেলের পাশের বুড়িগঙ্গা নদীতে এক যুবকের লাশ ভেসে এসেছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট। বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ পচে বিকৃত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না স্পষ্ট বোঝা যায়নি। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কিছু দেখা যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, ঢাকা উদ্যানের পশ্চিম এলাকায় তুরাগ নদে ভেসে আসা মৃতদেহেও আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ। আমিনবাজার নৌ-পুলিশ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, আনুমানিক ৩০ বছরের ওই যুবকের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। তবে প্রাথমিক পর্যবেক্ষণে হত্যার কোনো আলামত মেলেনি।
পুলিশ জানায়, মৃত দু'জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু মৃতদেহ পচতে শুরু করায় তাদের আঙুলের ছাপও ঠিকঠাক পাওয়া যায়নি। ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাদের পরিচয় পাওয়ার সম্ভাবনা কম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ ব্যাপারে কাজ করছে।
মন্তব্য করুন