- রাজধানী
- এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন হাসান আহমেদ কিরণ
এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন হাসান আহমেদ কিরণ

বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন হাসান আহমেদ কিরণ
তরুণ প্রজন্মের মাঝে বিতর্ক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে সুসঙ্গত করতে বিশেষ অবদানের জন্য এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেয়েছেন হাসান আহমেদ কিরণ। শুক্রবার রাতে রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে ভোকেশনাল এক্সিলেন্সি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য আরও ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন-সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক জাহানারা বেগম, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম প্রমুখ।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে রোটারিয়ান সৈয়দ শাহ নাজমুল হক রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন, রোটারী ক্লাবের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব, ক্লাব সভাপতি মোঃ সামছুল করিম রুকু, বিদায়ী সভাপতি জুলহাস আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন