- রাজধানী
- রাজধানীর কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল
রাজধানীর কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

প্রতীকী ছবি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১২ ঘণ্টা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বারিধারা ডিওএইচএসে মার্কিন দূতাবাস এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও উত্তরা আবাসিক এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
মন্তব্য করুন