রাজধানীর যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার চারটি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুলবাস চালু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ঢাকা শহরে স্কুল বাস চালু হলে ব্যাপক হারে যানজট কমে যাবে। এর ফলে দূষণ কমবে, কার্বন নিঃসরণও অনেকাংশে কমবে। চারটি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুলবাস চালু করা হবে।

আজ বুধবার ডিএনসিসি নগরভবনে বিভিন্ন স্কুলের শিক্ষক-অভিভাবকদের সাথে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্কুলগুলো হলো- চিটাগং গ্রামার স্কুল, ঢাকা; স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল।

ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেক স্কুলে দেখা যায় একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। এর ফলে অসংখ্য প্রাইভেট গাড়ি রাস্তায় চলাচল করছে। স্কুলগুলোতে বাধ্যতামূলকভাবে স্কুলবাস চালু হলে প্রাইভেট গাড়ির ব্যবহার ব্যাপক হারে কমে যাবে। শিক্ষার্থীরা একসাথে বাসে যাতায়াত করলে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হবে, সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। ছেলে-মেয়েরা আত্মবিশ্বাসী হবে। তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।’

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।