সংযুক্ত আরব আমিরাতে হতে চলা প্রথম টি-২০ লিগে প্রধান কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির আরেক দল এমআই এমিরেটসের হেড কোচ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৫ সালের আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন শেন বন্ড।

শেন বন্ড ছাড়াও এমআই এমিরেটসে ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল, বোলিং কোচ বিনয় কুমার ও ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফ্র্যাংকলিন। এছাড়া ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে থাকবেন রবিন সিং।

এখন পর্যন্ত টুর্নামেন্টটির সূচি নির্ধারিত হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হবে এ টুর্নামেন্ট। একই সময়ে হবে দক্ষিণ আফ্রিকার নতুন লিগ এসএ২০। সেখানে আবার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন আরেক দল এমআই কেপটাউন। তাই দুই দলের জন্য আলাদা কোচিং প্যানেল নিয়োগ দিতে হলো তাদের।