
মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। ছবি- সংগৃহীত
গ্যাস বেলুন বিস্ম্ফোরণে দগ্ধ জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
তিনি সমকালকে বলেন, রোববার যেসব সমস্যা ছিল, একদিন পর সেগুলো অনেকটা ভালোর দিকে। তবে দগ্ধ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত শঙ্কামুক্ত বলা যায় না। আমরা আশাবাদী, তাঁরা সুস্থ হয়ে উঠবেন।
রনি ও জিল্লুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল সোমবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান আইজিপি ড. বেনজীর আহমেদ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা। দগ্ধদের অতিদ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খোঁজ রাখা হচ্ছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। আশা করছি তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এ সময় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চলাকালে গ্যাস বেলুন বিস্ম্ফোরণে মীরাক্কেলখ্যাত আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। ওই অনুষ্ঠানে রনি অংশ নিতে গিয়েছিলেন। গাজীপুরে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুর রহমানের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।
মন্তব্য করুন