- রাজধানী
- সেরা এয়ারলাইন্স ইউএস বাংলা ও এমিরেটস
ভ্রমণকারীদের ওপর জরিপ
সেরা এয়ারলাইন্স ইউএস বাংলা ও এমিরেটস

ছবি: সমকাল
চলতি বছরের সেরা আন্তর্জাতিক এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস। অভ্যন্তরীণ এয়ারলাইন্সের মধ্যে এ স্বীকৃতি পেয়েছে দেশীয় বিমান সংস্থা ইউএস-বাংলা। কাতার ও এয়ার এরাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইন্স ও সেরা বাজেট এয়ারলাইন্সের পুরস্কার লাভ করেছে। আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের ওপর প্রায় তিন মাস ধরে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন জুরি বোর্ডের বিশেষ বিবেচনায় এয়ারলাইন্স উদ্যোক্তার সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশন্স নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক রবিন জেমস এডওয়ার্ডস।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে তাদের উৎকৃষ্ট সেবার জন্য ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। এ বছর সর্বাধিক সংখ্যক পাঁচ ক্যাটাগরিতে গোল্ড ট্রফি পেয়েছে এমিরেটস। এর মধ্যে রয়েছে বিজনেস ক্লাস, বিজনেস ক্লাসে সেরা মিল, সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইন্স ও সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি পেয়েছে। এগুলো হলো- সেরা ইকোনমি ক্লাস, ইকোনমি ক্লাসে সেরা মিল ও সেরা আঞ্চলিক এয়ারলাইন্স।
সেরা কার্গো এয়ারলাইন্স ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করে। সেরা বাজেট এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে এয়ার এরাবিয়া এবং অনটাইম পারফরম্যান্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি দেওয়া হয়।
মন্তব্য করুন