- রাজধানী
- ছুরিকাঘাতে আহত রাকিবের অস্ত্রোপচার রোববার, দিতে পারছে না এসএসসির বাকি পরীক্ষা
ছুরিকাঘাতে আহত রাকিবের অস্ত্রোপচার রোববার, দিতে পারছে না এসএসসির বাকি পরীক্ষা

রাকিবুল হাসান
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে রাকিবুল হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে শনিবার সে পরীক্ষা দিতে গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়ে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ শিক্ষার্থীর স্বজনদের।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সমকালকে বলেন, ছুরিকাঘাতে জড়িতরা ভুক্তভোগী কিশোরের বন্ধুস্থানীয়। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, পল্লবীর ড. মুহম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিবুল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সে পল্লবীর পুরাতন থানা সংলগ্ন সি-ব্লকের ১১ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল। তখন কয়েকজন কিশোর-তরুণ তার পথরোধ করে। তার পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালায় হামলাকারীরা। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শঙ্কামুক্ত না হলেও আজকের পরীক্ষায় অংশগ্রহণের কথা ভেবে তাকে বাসায় নিয়ে যান স্বজনরা। তবে সে পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে। ফলে তার আর পরীক্ষা দেওয়া হয়নি।
আহত শিক্ষার্থীর চাচা মকবুল হোসেন সমকালকে জানান, পরিবারের সঙ্গে পল্লবীর সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৩০ নম্বর বাসায় থাকে রাকিবুল। সে ও তার দুই বন্ধু সন্ধ্যা সোয়া ৬টার দিকে মসজিদ থেকে বেরিয়ে বাসায় আসার সময় রমজানসহ অন্যরা গালি দেয়। গালি দেওয়ার কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয়। এরপর মোবাইল ফোন কেড়ে নেওয়ার সময় রাকিবুল বাধা দিলে তারা ছুরিকাঘাত করে।
তিনি জানান, রাকিবুলকে আজ সকালে অসুস্থ অবস্থাতেই পল্লবীর পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়। তবে আধাঘণ্টা পর সে বেশি অসুস্থ বোধ করায় কিছুই লিখতে পারছিল না। কষ্টও হচ্ছিল প্রচুর। এ কারণে তাকে আবারও ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতের ফলে তার মুত্রনালী কাটা পড়েছে। প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। সিরিঞ্জ দিয়ে প্রস্রাব বের করে ফেলছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, রোববার তার শরীরে অস্ত্রোপচার করা হবে।
শিক্ষার্থীর মা মোছা. রাবেয়া বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা রাকিবুলের ওপর হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় রমজানসহ দু'জন (অপরজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় নাম প্রকাশ করা হলো না)। আমার ছেলের অবস্থা সঙ্কটাপন্ন। তার পা অবশ হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, রমজান ও তার সহযোগীরা পল্লবীর সি-ব্লকের বিভিন্ন সড়কে আড্ডা দেয়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা প্রায়ই অস্ত্র হাতে মহড়া দেয়। রাতে তারা চুরি-ছিনতাই করে বলেও অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন