- রাজধানী
- ডব্লিউএইচও অনুমোদন দিলে চতুর্থ ডোজ
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যের ডিজি
ডব্লিউএইচও অনুমোদন দিলে চতুর্থ ডোজ

করোনা থেকে জনগণকে সুরক্ষা দিতে বিশ্বের বেশ কিছু দেশ নিজস্ব ব্যবস্থাপনায় এই ভাইরাসের প্রতিষেধকের চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে। তবে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর অনুমোদন দেয়নি। বাংলাদেশে অনুমোদন ছাড়াই দুই হাজারের অধিক মানুষ এই ডোজ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রয়োগের জন্য ডব্লিউএইচওর অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বুধবার অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, কভিড-১৯ টিকাদান কর্মসূচিবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন